বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | ন্যাশনাল হেরাল্ড মামলা: ইডি-র চার্জশিটে সনিয়া-রাহুলের নাম

RD | ১৫ এপ্রিল ২০২৫ ১৯ : ১২Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: ন্যাশনাল হেরাল্ড সম্পত্তি মামলায় সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং কংগ্রেসের বিদেশি ইউনিট প্রধান শ্যাম পিত্রোদার বিরুদ্ধে প্রথম চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২৫ এপ্রিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সনিয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে এই প্রথম চার্জশিট দাখিল করা হল। 

৬৬১ কোটি টাকার স্থাবর সম্পত্তি দখলের জন্য শনিবারই নোটিশ জারি করেছিল ইডি। কংগ্রেস-নিয়ন্ত্রিত অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড বা এজেএল-এর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের তদন্তের জন্য ২০২৩ সালের নভেম্বরে এগুলি সংযুক্ত করা হয়েছিল। দিল্লির সম্পত্তি, মুম্বইয়ের বান্দ্রা এলাকা এবং লখনউয়ের বিশ্বেশ্বর নাথ রোডে অবস্থিত এজেএল ভবনে নোটিশগুলি লাগানো হয়েছিল। এর মধ্যে দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গে অবস্থিত আইকনিক ন্যাশনাল হেরাল্ড হাউসও রয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে ২০১৩ সালে প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। ২০১৪ সালে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি। এরপর বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেছিলেন, এজেএল নামে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল, যার বাজারে বিপুল পরিমাণ দেনা রয়েছে। ২০১৪ সালে সুব্রহ্মণ্যম স্বামী দিল্লির একটি আদালতে মামলাও দায়ের করেছিলেন।

২০০৮ সালে এই সংবাদপত্রের প্রকাশনা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর সেই অবস্থাতেই সংস্থাটি অধিগ্রহণ করেছিল 'ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড' নামে কংগ্রেসের শীর্ষ নেতাদের তৈরি একটি সংস্থা। ফলে একদিকে যেমন ন্যাশনাল হেরাল্ড-এর কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি চলে এসেছিল ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের কাছে, তেমনই এই দেনার ভার থেকেও তারা মুক্ত হয়েছিল। এমনকী, তাদের ঋণের টাকাও মকুব করা হয়। 

বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী সনিয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে এই হস্তান্তর নিয়ে বেআইনি লেনদেনের অভিযোগ তোলেন। 

২০২১ সালে এই মামলার তদন্ত শুরু করে ইডি। অভিযোগ ছিল, সনিয়া এবং রাহুল ও অন্যান্য কংগ্রেস নেতাদের সাহায্যে এজেএল-এর ২০০০ কোটি টাকার সম্পত্তি মাত্র ৫০ লক্ষের বিনিময়ে  ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড হস্তগত করেছে। এই মামলার তদন্তের প্রেক্ষিতেই এ বার চার্জশিট দিল ইডি। তাতে নাম রয়েছে সনিয়া এবং রাহুল গান্ধীর।

এদিকে মঙ্গলবার হরিয়ানার একটি রিয়েল এস্টেট চুক্তির সঙ্গে জড়িত অর্থ পাচারের অভিযোগে তদন্তকারী সংস্থা ব্যবসায়ী রবার্ট বঢ়রাকে জিজ্ঞাসাবাদ করেছে। আগামিকাল ফের তাঁকে তলব করা হয়েছে। রবার্ট, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধির স্বামী, রাহুল গান্ধির শ্যালক। এই জিজ্ঞাসাবাদের কিছুক্ষণের মধ্যেই সনিয়া-রাহুলের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 


CongressNational Herald CaseSonia GandhiRahul GandhiEnforcement Directorate

নানান খবর

নানান খবর

চাকরি পেতে গিয়ে এ কী কাণ্ড ঘটালো স্ত্রী, হাতে নাতে ধরে ফেলল স্বামী

উমিয়াম-জোরাবাট এক্সপ্রেসওয়েতে ১০০ দিনে ২৫টি প্রাণহানি স্পিডিং ও মদ্যপ চালকদের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা

তরুণীর এক ভেল্কিতেই জব্দ সাইবার প্রতারক, জানলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে

৫ বছরের শিশুকে একি করতে বললেন চিকিৎসক! ভিডিও ভাইরাল, তদন্তে স্বাস্থ্য বিভাগ

হিন্দু বোর্ডে মুসলমানদের রাখবেন?: ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে কেন্দ্রকে খোঁচা শীর্ষ আদালতের 

পার্সেলে মানুষের কাঁটা হাত! দেখামাত্রই আর্তনাদ ক্রেতার

মুরগির খাঁচার ভিতর আটক দুই শিশু, শোরগোল সমাজমাধ্যমে

অনলাইনে গাড়ি বুক করে বিপদের মুখে তরুণী, তারপর কী হল

স্ত্রীর শরীরের তোয়ালের তলায় ওটা কী! দেখেই গলা শুকিয়ে গেল স্বামীর, পালিয়ে গেলেন ঘর থেকেই

ঘরের মধ্যে ও কে? ফুলশয্যায় সঙ্গমের মাঝেই চিৎকার নবদম্পতির, ছুটে এলেন আত্মীয়রা, তারপর?

সারা বছর দিতে হবে না টোল ট্যাক্স! কেন্দ্রের সিদ্ধান্তে সুরাহা মিলবে সাধারণের?

'পিছনে ফিরে যাচ্ছি'! গরমের সঙ্গে লড়তে ক্লাসরুমে গোবর লেপে দিলেন অধ্যক্ষ, কটাক্ষের শিকার

মরা মশাদের নিয়ে কী করেন তরণী, শুনলে চমকে উঠবেন

মেট্রোতে এ কী কাণ্ড, ঘুমন্ত যুবককে বুকে টেনে নিলেন অচেনা তরুণী, তারপরই...

তাড়াতাড়ি এসেই বিপত্তি! জুটল না চাকরি, ফিরতে হল ফাঁকা হাতেই

সোশ্যাল মিডিয়া